ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৪:৫৭ দুপুর  

ছবি: সংগৃহিত

রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনের গ্যাস রিজার্ভার ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। 

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি অটো কনভার্সন সেন্টারে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় ফিলিং স্টেশনে পার্কিং করা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়। আশপাশের দোকানপাট, বাড়িঘরের দেয়ালে ফাটল ধরে যায় এবং অনেক ভবনের জানালার কাচ ভেঙে পড়ে। এতে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং রংপুর-দিনাজপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে গুরুতর আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজন পথেই মারা যান। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

সিও বাজার এলাকার স্থানীয় বাসিন্দা শাকিল জানান, “হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলে গিয়ে দেখি চারপাশের গাড়ি ও দোকানপাট দুমড়েমুচড়ে গেছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।”

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম বলেন, “ঘটনার সময় ফিলিং স্টেশনটি বন্ধ ছিল এবং মেরামতের কাজ চলছিল। রিজার্ভার ট্যাংক খালি থাকলেও লিকেজের কারণে ভেতরে জমে থাকা গ্যাস অতিরিক্ত চাপে বিস্ফোরিত হয়।”

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

বাংলাধারা/এসআর