ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশে আত্মপ্রকাশ করলো নতুন সেভেন সিটার Hyundai CRETA Grand

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০৬, ২০২৫, ০৯:৫৯ রাত  

ছবি: বাংলাধারা

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো হুন্ডাইয়ের নতুন সেভেন সিটার SUV Hyundai CRETA Grand। শনিবার তেজগাঁওয়ের হুন্ডাই এক্সপেরিয়েন্স সেন্টারে “Experience Bold and Bigger” শীর্ষক অনুষ্ঠানে মডেলটি প্রকাশ করে ফেয়ার টেকনোলজি।

অনুষ্ঠানে হুন্ডাই বাংলাদেশের ডিরেক্টর ও সিইও মুয়াতাসসিম দায়ান বলেন, নতুন প্রজন্মের ক্রেটা গ্র্যান্ড বোল্ড নকশা, বাড়তি দৈর্ঘ্য-প্রস্থ ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশি বাজারে শক্ত অবস্থান তৈরি করবে। তিনি জানান, গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ লাখ টাকা, যাতে থাকছে ১.৫ লিটার স্মার্টস্ট্রিম ইঞ্জিন, ৫ বছরের ওয়ারেন্টি, ২ বছরের ফ্রি সার্ভিস এবং ৩ বছরের মধ্যে বা ৪০ হাজার কিলোমিটার পর্যন্ত ৭০ শতাংশ গ্যারান্টিড বাইব্যাক সুবিধা।

উন্মোচন অনুষ্ঠানে ছিলেন জনপ্রিয় শিল্পী মেহরিন মাহমুদ, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম  গালফ নিউজের সিনিয়র রিপোর্টার সিমোনা সিমোনোভা। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে এম তাসলিম কবির।

নতুন ক্রেটা গ্র্যান্ডের বাহ্যিক নকশায় যুক্ত হয়েছে হরাইজন LED ল্যাম্প, H-শেপড DRL, ডার্ক ক্রোম গ্রিল ও R18 ডায়মন্ড-কাট অ্যালয় হুইল- যা গাড়িটিকে দিয়েছে আরও আধুনিক ও শক্তিশালী উপস্থিতি। ভেতরে রয়েছে প্রশস্ত ৭ সিটের লে-আউট, ডুয়াল-টোন ইন্টেরিয়ার, ওয়্যারলেস চার্জিং ও উন্নত ইনফোটেইনমেন্ট সিস্টেমসহ আরামদায়ক ভ্রমণের প্রয়োজনীয় সব সুবিধা।

নিরাপত্তার দিক থেকে গাড়িটিতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, রিয়ার ভিউ মনিটর, পার্কিং ডিস্ট্যান্স ওয়ার্নিং, ABS, ESC, HAC ও ইলেকট্রিক পার্কিং ব্রেকসহ আধুনিক নিরাপত্তা প্রযুক্তি। এছাড়া প্যানোরামিক সানরুফ, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল ও বোস সাউন্ড সিস্টেম লম্বা যাত্রায় বাড়িয়ে দেবে স্বাচ্ছন্দ্য।

ক্রেটা গ্র্যান্ড বাজারে এসেছে পাঁচটি রঙে- Creamy White Pearl, Midnight Blue, Titan Grey, Dragon Red এবং Creamy Black। ক্রেতাদের সুবিধার জন্য বিভিন্ন ব্যাংকের সহযোগিতায় অটো-লোন সুবিধাও দিচ্ছে ফেয়ার টেকনোলজি।

ফেয়ার টেকনোলজির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত দেশে ৩,৫০০টির বেশি ব্র্যান্ড-নিউ হুন্ডাই গাড়ি বিক্রি করেছে। বর্তমানে তাদের রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ৮টি শোরুম এবং ৫টি সার্ভিস সেন্টার, যেখান থেকে গ্রাহকরা পাচ্ছেন আন্তর্জাতিক মানের বিক্রয় ও সার্ভিস সুবিধা।

হুন্ডাইয়ের যেকোনো তথ্য বা সেবা পেতে গ্রাহকরা যোগাযোগ করতে পারবেন কাস্টমার সার্ভিস নাম্বার 09613-505080-এ।


বাংলাধারা/এসআর