ঢাবি শিক্ষক এরশাদ হালিম যৌন হয়রানির অভিযোগে আটক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০২:৫৬ দুপুর
ছবি: সংগৃহিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে। বর্তমানে তিনি থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি রয়েছেন বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ যদি জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায়, এতে আমাদের কোনো আপত্তি নেই। যেহেতু তিনি ক্যাম্পাসে থাকেন না, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলাদা অনুমতিরও প্রয়োজন পড়ে না। আমরা ঘটনাটি সম্পর্কে অবগত আছি।”
এর আগে রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অধ্যাপক এরশাদ হালিম নানা কৌশলে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির চেষ্টা করে আসছেন। অভিযোগ প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়জুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলার বিষয়ে এখনো পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বাংলাধারা/এসআর
