ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

তেলেগু অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৬:৩৫ বিকাল  

ছবি: সংগৃহিত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই। কিডনি ও লিভারের জটিলতায় দীর্ঘদিন ভোগার পর গত শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন এ অভিনেতা।

গত কয়েক মাস ধরে ফিশ ভেঙ্কট গুরুতর অসুস্থ ছিলেন। চিকিৎসকেরা তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন, যার জন্য প্রয়োজন ছিল প্রায় ৫০ লাখ রুপি। সহায়তার জন্য তাঁর মেয়ে শ্রাবন্তী এক ভিডিও বার্তায় জনসাধারণের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন।

১৯৭১ সালে জন্ম নেওয়া ফিশ ভেঙ্কট ২০০১ সালে পাওয়ান কল্যাণ অভিনীত ‘খুশি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমাজগতে পা রাখেন। পরবর্তীতে **‘আদি’, ‘বান্নি’, ‘ধী’, ‘অধুর্স’, ‘ডিজে টিল্লু’, ‘মা উইন্থা গাধা বিনুমা’**সহ বহু তেলেগু ছবিতে তিনি অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

মূলত হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত ছিলেন। তাঁর সংলাপ বলার ধরন, সময়জ্ঞান ও শরীরী ভাষা দর্শকদের কাছে তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল। খল চরিত্রেও তিনি সমান দক্ষতা দেখিয়েছেন। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কফি উইথ আ কিলার’, যেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

তেলেগু চলচ্চিত্রের কৌতুকধারার অভিনেতাদের মধ্যে ফিশ ভেঙ্কট ছিলেন এক অনন্য নাম। তাঁর আকস্মিক প্রয়াণে সহকর্মী, নির্মাতা ও দর্শকদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। তাঁকে তেলেগু সিনেমার জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সবাই।

বাংলাধারা/এসআর