ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু করেছে তেহরান দূতাবাস
প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ১১:০০ রাত

ছবি: সংগৃহিত
ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে হটলাইন চালু করেছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রোববার (১৫ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ইরানে বসবাসরত সকল বাংলাদেশির জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়ার লক্ষ্যে এই ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে।
ইরানপ্রবাসী বাংলাদেশিদের হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে নিম্নোক্ত দুটি নম্বরে:
? +98 990 857 7368
? +98 912 206 5745
দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনো জরুরি প্রয়োজনে এই নম্বরগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সক্রিয় থাকবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, সম্প্রতি ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।
প্রবাসীদের সচেতন, সতর্ক এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বাংলাধারা/এসআর