ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

অচেনা ফোনে বোমার হুমকি, বিমানে কিছুই মেলেনি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ১১:০৪ রাত  

ছবি: সংগৃহিত

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার হুমকির পর প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালানো হলেও কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির ছেড়ে যাওয়ার কথা ছিল। এ সময় একটি অচেনা নম্বর থেকে ফোন করে বিমানে বোমা থাকার কথা জানানো হয়। তখন উড়োজাহাজটি ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সিও করছিল।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সাংবাদিকদের জানান, হুমকির খবর পাওয়ার পরপরই চেয়ারম্যানের নির্দেশে জরুরি পদক্ষেপ নেওয়া হয়। বিমান বাহিনীর টাস্কফোর্স, এভসেক, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং এপিবিএনের ডগ স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় গড়ে তোলে। পরে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলও যুক্ত হয় তল্লাশিতে।

তিনি বলেন, ‘সব যাত্রীকে নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে এনে স্ক্রিনিং শেষে লাউঞ্জে নেওয়া হয়। সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে তল্লাশি শেষ হয়। কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ আরও জানান, ‘ঘটনার পরও বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। এ ধরনের ইমার্জেন্সি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব সংস্থা ও কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’

এদিকে বোমার হুমকির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে। ফ্লাইটটি নির্ধারিত গন্তব্য কাঠমান্ডুর উদ্দেশে পুনরায় উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে।


বাংলাধারা/এসআর