ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জামায়াতের জাতীয় সমাবেশে জনস্রোত, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১১:৫৪ দুপুর  

ছবি: সংগৃহিত

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে মানুষের ঢল নেমেছে। 

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। তাদের হাতে জাতীয় পতাকা ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। উদ্যানে প্রবেশের অপেক্ষায় বাইরে রয়েছেন আরও হাজারো সমর্থক।

জামায়াতের নেতারা বলছেন, স্মরণকালের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ আয়োজন করাই তাদের লক্ষ্য। আজকের সমাবেশে প্রায় ১৫ লাখ মানুষের উপস্থিতি আশা করছে দলটি।

দলের আমির ডা. শফিকুর রহমান সমাবেশে নতুন প্রজন্মের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। তিনি গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ‘চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনা’ বাস্তবায়নের রূপরেখা তুলে ধরবেন।

উদ্যানজুড়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন তোরণ, বিশাল ব্যানার ও ফেস্টুন। ১০০ ফুট লম্বা ও ৩৬ ফুট প্রশস্ত মঞ্চে রয়েছে এলইডি মনিটর ও আধুনিক সাউন্ড সিস্টেম। সমাবেশস্থলে মেডিকেল বুথ, অজু-নামাজ ও টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ আশপাশের জেলা থেকে কয়েক লাখ মানুষ অংশ নিচ্ছেন। ১০ হাজার বাস, বিশেষ ট্রেন এবং লঞ্চের ব্যবস্থা করা হয়েছে।

রাজনীতির মাঠে নতুন করে আলোড়ন সৃষ্টি করতেই এই আয়োজন বলে জানিয়েছে জামায়াত। রাজনৈতিক পটপরিবর্তনের পর সোহরাওয়ার্দী উদ্যানে এটাই তাদের প্রথম বৃহৎ সমাবেশ।

বাংলাধারা/এসআর