গোপালগঞ্জে সহিংসতার পর স্বস্তি, প্রত্যাহার হলো ১৪৪ ধারা ও কারফিউ
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১০:৩২ রাত

ছবি: সংগৃহিত
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউ ও ১৪৪ ধারা অবশেষে প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন।
রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টা থেকে জেলার কোথাও আর ১৪৪ ধারা কিংবা কারফিউ কার্যকর থাকবে না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক নজরদারি অব্যাহত থাকবে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলবে।
এর আগে, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পথযাত্রা ও সমাবেশ ঘিরে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে এনসিপি সমর্থকদের সংঘর্ষে প্রাণ হারান অন্তত পাঁচজন। আহত হন অনেকে। সহিংসতা ঠেকাতে প্রথমে ওইদিন রাত ৮টা থেকে কারফিউ জারি করে প্রশাসন।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক দফায় কারফিউর সময়সীমা বাড়ানো হয়। কখনও তা পুরো জেলার জন্য কার্যকর ছিল, আবার কখনও আংশিক শিথিল করা হয়। সর্বশেষ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করে রবিবার সকাল ৬টা থেকে আবার ১৪৪ ধারা জারি করা হয়।
দীর্ঘ এই বিধিনিষেধে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ছিল ব্যাহত। দোকানপাট, যানবাহন চলাচল ও শিক্ষা কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এলাকায় আবারও স্বাভাবিকতা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল না হওয়া পর্যন্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সহিংসতায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
সাম্প্রতিক ঘটনার তদন্ত ও বিচার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হলে এ ধরনের সহিংসতা ভবিষ্যতে এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বাংলাধারা/এসআর