জাকসু নির্বাচন
সন্ধ্যা ৭টার মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:২৯ দুপুর
ছবি: সংগৃহিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজই ঘোষণা হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার মধ্যে সিনেট কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট গণনার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে এবং প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে গণনা শেষ হবে বলে আশা করছি। এরপর ফল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে।”
এর আগে সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, দুপুর দুইটার মধ্যে ফল প্রকাশ সম্ভব হতে পারে। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ব্যাখ্যা করে বলেন, “সম্ভবত উনি গণনা শেষ হওয়ার সময়কে বোঝাতে চেয়েছেন।”
এ সময় কমিশনের এক সদস্যের পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “শুধু শুনেছি, কিন্তু আমাদের কাছে কোনো লিখিত পদত্যাগপত্র আসেনি।”
ভোট গণনায় দেরির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়েই ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৬৫০ প্রার্থীর ভোট আলাদাভাবে যাচাই করায় স্বাভাবিকভাবেই বেশি সময় লাগছে। এর সঙ্গে যুক্ত হয়েছে একটি দুঃখজনক ঘটনা, শুক্রবার ভোট গণনার সময় সিনেট কক্ষে এক শিক্ষক দুর্ঘটনার পর হার্ট অ্যাটাকে মারা যান। এতে কিছু সময়ের জন্য গণনা স্থগিত রাখতে হয়েছিল।
কোথায় ফল ঘোষণা করা হবে, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে মনে হচ্ছে সিনেট কক্ষেই ফল প্রকাশ করা হবে।”
বাংলাধারা/এসআর
