ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, বন্ধ ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৫৭ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর ফার্মগেটে ভয়াবহ এক দুর্ঘটনায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে, ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ রয়েছে।

তেজগাঁও থানার ডিউটি অফিসার এএসআই মো. হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পথচারীটি ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটছিলেন, এমন সময় ওপর থেকে হঠাৎ বিয়ারিং প্যাডটি তার মাথার ওপর পড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাচলের সময় উড়ালপথের পিলারের কম্পন নিয়ন্ত্রণে রাবারজাত এই বিয়ারিং প্যাডগুলো ব্যবহার করা হয়। প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি।

এর আগে গত বছর ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ থাকে। সেই ঘটনার এক বছরের মাথায় আবারও এমন দুর্ঘটনা ঘটায় মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

দুর্ঘটনাস্থলে পুলিশ, মেট্রোরেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত রয়েছেন। ঘটনাটির কারণ উদ্‌ঘাটনে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

বাংলাধারা/এসআর