ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০১:১৫ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তারিক সাঈদ মামুন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কলেজের সামনের ফাঁকা স্থানে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে হঠাৎ গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় তারিক সাঈদ মামুনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহতের খালাতো ভাই হাফিজ জানান, মামুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। “কী কারণে, কারা তাকে হত্যা করল আমরা কিছুই বুঝতে পারছি না,” বলেন তিনি।

ঘটনার পর পুলিশ আশপাশের এলাকা ঘিরে ফেলে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা সংগ্রহ করে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাধারা/এসআর