ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

আ.লীগ এখন ফেসবুকনির্ভর প্রতিবাদী দলে রূপ নিয়েছে: প্রেস সচিব 

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১২:১৪ দুপুর  

ছবি: সংগৃহিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সাম্প্রতিক সময়ের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পরিস্থিতির সাম্প্রতিক তিনটি ঘটনা এমন বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন-

বিএনপি যখন সংসদীয় মনোনয়ন ঘোষণা করছে, তখন অনেকেই আশঙ্কা করছিলেন দলটির অভ্যন্তরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। অনেকে মনে করেছিলেন, বিপুলসংখ্যক বিদ্রোহী প্রার্থী দলের সিদ্ধান্ত মানবেন না, বিক্ষোভে জড়াবেন কিংবা মনোনীত প্রার্থীদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধাতে পারেন। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শফিকুল আলমের মতে, এটি প্রমাণ করে বিএনপি নেতৃত্ব পরিকল্পিতভাবে কাজ করেছে এবং প্রার্থীদের তালিকা দলীয়ভাবে গ্রহণযোগ্য হওয়ায় নির্বাচনী প্রচারণা বা ভোটের সময় দলীয় সংঘর্ষের ঝুঁকি খুবই কম।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক পরিস্থিতি আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতাকে স্পষ্ট করেছে। তার মন্তব্য, দীর্ঘদিন ধরে তৃণমূল বিস্তৃত থাকায় আওয়ামী লীগ নিজেদের শক্তিশালী দাবি করে এলেও বাস্তবে দলটি এখন সীমিত সক্ষমতার উপর নির্ভরশীল। ক্রমেই তারা ভাড়াটে দুষ্কৃতকারী গোষ্ঠীর ওপর নির্ভর করছে, যারা ফাঁকা বাসে আগুন দিয়ে আলোচনায় আসা, মুহূর্তের ঝটিকা মিছিল করা বা ফেসবুকে বিভিন্ন প্রচারণা চালানোর মতো কাজেই সীমাবদ্ধ।

তার ভাষায়, আওয়ামী লীগ এখন “ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে” পরিণত হয়েছে, যার মাঠের বাস্তব সাংগঠনিক শক্তি ভেঙে পড়েছে কিংবা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রভাবে দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় নির্বাচনে অস্থিরতা সৃষ্টির ক্ষমতাও তাদের খুব সীমিত।

এ ছাড়া তিনি উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনও এখন আরও বেশি সংগঠিত ও আত্মবিশ্বাসী। পুলিশ, নিরাপত্তা বাহিনী, ডিসি, এসপি, ইউএনও থেকে শুরু করে ওসি পর্যায় পর্যন্ত অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের নির্বাচন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলেই সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

স্ট্যাটাসের শেষদিকে শফিকুল আলম আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সম্মিলিতভাবে জাতির প্রত্যাশিত একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হবে।

বাংলাধারা/এসআর