ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০৩, ২০২৫, ০১:৫৫ দুপুর  

ছবি: সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) এই রিট দায়ের করেন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

রিটে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া কেন অবৈধ হবে না তা ব্যাখ্যা করার জন্য হাইকোর্টকে রুল জারি করার আবেদন করা হয়েছে। এছাড়াও, রিটে উল্লেখ করা হয়েছে, রুলের শুনানি না হওয়া পর্যন্ত আসন্ন সংসদ নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত রাখা হোক। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনজীবী জানান, রিটের শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হবে।

এর আগে, ২৯ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে। তিনি বলেন, “আমরা মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন করেছি এবং ইনশাআল্লাহ, জনগণকে সুন্দর, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।”

এদিকে, নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের গুরুত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, “স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন নতুন মাত্রা যোগ করবে। গত দেড় দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”

তিনি আরও বলেন, দুটি ভোট এক সঙ্গে অনুষ্ঠিত হলে একজন ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগবে। নির্বাচনের দিন গণমাধ্যমের অবাধ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনের প্রস্তুতিতে কমিশন এখন ব্যস্ত সময় পার করছে। তিনি বলেন, “শতাব্দীর সর্বোত্তম নির্বাচন আয়োজন করাই ইসির লক্ষ্য।”

কর্মসূচিটি পরিচালনা করেন ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামান। এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বাংলাধারা/এসআর