ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ব্যবসায়ীদের ভোজ্যতেল মূল্য বৃদ্ধি আইনবহির্ভূত: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০৩, ২০২৫, ০৪:০৭ দুপুর  

ছবি: সংগৃহিত

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো, তার কোনো আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি লিটারে এক লাফে ৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য কার্যকর করেছে কোম্পানিগুলো। তবে এ বিষয়ে সরকার আগে থেকে কোনো তথ্যই জানতো না বলে জানান উপদেষ্টা। তিনি বলেন,
“তেলের দাম বাড়ানো নিয়ে সরকার কিছুই জানতো না। মাত্র আধা ঘণ্টা আগে আমরা বিষয়টি জানতে পেরেছি। ব্যবসায়ীরা সবাই মিলে একসঙ্গে এই কাজটি করেছে। এমন সমন্বিতভাবে মূল্য বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

আইনগতভাবে ব্যবসায়ীরা এভাবে একক সিদ্ধান্তে ভোজ্যতেলের দাম বাড়াতে পারে কি না, এই প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, “এ ধরনের মূল্যবৃদ্ধির কোনো আইনগত ভিত্তি নেই।”

এখন সরকার কী পদক্ষেপ নেবে, জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মপদ্ধতি নির্ধারণ করা হবে। তিনি বলেন,“এখনই আমরা সিদ্ধান্ত দিচ্ছি না। আলোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

বাজারে হঠাৎ তেলের দাম বৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সরকারের নজরদারির বাইরে থেকে ব্যবসায়ীদের এমন মূল্য সমন্বয় প্রশ্ন তুলছে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপরও।

বাংলাধারা/এসআর