অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ
প্রকাশিত: ডিসেম্বর ০৪, ২০২৫, ১০:৪৩ দুপুর
ছবি: সংগৃহিত
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে দেওয়া এই আদেশে বলা হয়েছে, হাইকোর্টের সিদ্ধান্ত ছিল যথার্থ, এতে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত বিষয়টির আইনি অবস্থান সুস্পষ্ট করে দেয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ।
ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
আদালত বলেন, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও আইনি দৃষ্টিতে গ্রহণযোগ্য। সাত বিচারপতি সর্বসম্মতভাবে রায় দিয়ে জানান, এই বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্তে আপিল বিভাগের হস্তক্ষেপের কোনো অবকাশ নেই।
রায়ের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, “আজকের আদেশের ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ রইল না।”
এর আগে গত বছর ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মহসীন রশিদ। হাইকোর্ট রিট খারিজ করে মন্তব্য করেন, জনগণের দেওয়া বৈধতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে, ফলে এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পরে তিনি সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন, যার ওপর আজ আপিল বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত দিল।
বাংলাধারা/এসআর
