ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, চার্জ গ্রহণ ট্রাইব্যুনালের
প্রকাশিত: ডিসেম্বর ০৪, ২০২৫, ০১:৩৭ দুপুর
ছবি: সংগৃহিত
জুলাই-আগস্টে সংঘটিত ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আসামি হিসেবে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ১০ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন, যা পরবর্তীতে আদালত মঞ্জুর করেন। একইসঙ্গে জয় ও পলকের বিরুদ্ধে দাখিল করা ফরমাল চার্জও (আনুষ্ঠানিক অভিযোগপত্র) গ্রহণ করেন ট্রাইব্যুনাল।
এর আগে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তদন্ত সংস্থার চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন প্রসিকিউটর তামিম। সেই প্রতিবেদন পর্যালোচনা করে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, অভিযোগপত্রে জুলাই-আগস্টের উত্তাল সময় দেশের যোগাযোগ ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে অচল করে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের দায় তাদের ওপর আরোপ করা হয়েছে।
বাংলাধারা/এসআর
