ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

শীতের শুরুতেই সবজির আগুন, বেশিরভাগই ৬০-৮০ টাকার ঘরে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০৫, ২০২৫, ০২:০৪ দুপুর  

ছবি: সংগৃহিত

শীত মৌসুম শুরু হলেও রাজধানীর বাজারে সবজির দামে এখনও স্বস্তি ফিরেনি। সাধারণত এ সময়ে সবজির দাম কমে গেলেও এবার উল্টো বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া গেছে। কিছু সবজি সেঞ্চুরিও ছাড়িয়েছে।

বাজারে দেখা গেছে, মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গোল বেগুন ৮০ টাকা কেজি, মুলা ৪০ টাকা কেজি, ঝিঙা ৮০ টাকা কেজি, বরবটি ১০০ টাকা কেজি, করলা ১০০ টাকা কেজি, শসা ৮০ টাকা কেজি, গাজর ৮০ টাকা কেজি ও শালগম ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ ছাড়া মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি, শিম ৬০ টাকা কেজি, কাঁচা মরিচ ৮০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা কেজি, নতুন আলু ১২০ টাকা কেজি এবং পেঁয়াজের ফুল ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, শীতের সময়ে সবজির দাম সাধারণত কমে। কিন্তু এবার দাম বৃদ্ধি তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে। একাধিক ক্রেতা জানান, “বাধ্য হয়ে উচ্চ দামে সবজি কিনতে হচ্ছে। শীতে এমন দাম আগে দেখা যায়নি।”

অন্যদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষেতে থাকা অনেক সবজি নষ্ট হয়েছে। ফলে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে দামে।

ব্যবসায়ীদের ভাষ্য, সরবরাহ স্বাভাবিক না হলে সবজির দাম কমতে আরও কিছুটা সময় লাগতে পারে।

বাংলাধারা/এসআর