ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

শাহবাগে অবরোধ শেষে শিক্ষার্থীরা সরে দাঁড়ালেন, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৫, ০২:০১ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা রোববার দুপুরে সড়ক ছেড়ে দেন, ফলে ব্যস্ততম মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে এমন আশঙ্কায় ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রস্তাবিত চূড়ান্ত অধ্যাদেশ জারি হলে উচ্চমাধ্যমিক শিক্ষা এবং কলেজগুলোর দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা স্কুলিং মডেল বাতিল করে বিদ্যমান শিক্ষাব্যবস্থা বহাল রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

শাহবাগ মোড়ে অবরোধ নেওয়ার আগে সকাল ১১টার দিকে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল করে শাহবাগে এসে প্রধান সড়কে অবস্থান নেন।

অন্যদিকে, সাতটি সরকারি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করার দাবিতে দুপুর ১২টার দিকে শিক্ষাভবন মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা জানান, খসড়া আইন প্রকাশ হলেও চূড়ান্ত অধ্যাদেশ এখনও জারি হয়নি। এতে প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট, শিক্ষাগত অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন।

বাংলাধারা/এসআর