ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

এক দিনে কেজিতে কমেছে ২০ থেকে ৪০ টাকা

আমদানি শুরু হতেই পেঁয়াজের বাজারে স্বস্তি

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৫, ১০:৫১ রাত  

ছবি: সংগৃহিত

সরকার সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পর দেশের বাজারে দামের উল্লেখযোগ্য পতন হয়েছে। এক দিনের ব্যবধানে কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা কমে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্বস্তি ফিরে এসেছে।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার বাজারে পেঁয়াজ কেজিপ্রতি ১৩০-১৫০ টাকায় বিক্রি হয়েছে, যা আগের দিনে ছিল প্রায় ১৫০ টাকা। দিনাজপুর ও চট্টগ্রামের খাতুনগঞ্জে দাম আরও কমে ১০০-১২০ টাকার মধ্যে নেমে এসেছে। একদিন আগে একই জায়গায় দাম ছিল ১৩০-১৫০ টাকা।

মাসখানেক ধরে পেঁয়াজের বাজার অস্থির ছিল। চার-পাঁচ দিনের ব্যবধানে দাম বাড়ে ৪০ টাকার মতো। পরে আমদানির ঘোষণা দিলে দাম কমে এলেও সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ায় আবার বাড়তে থাকে। অবশেষে রোববার থেকে প্রতিদিন ৫০টি আইপি (আমদানি অনুমতি) দেওয়ার সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে।

এদিকে তিন মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেলে ভারত থেকে নাসিক জাতের পেঁয়াজবোঝাই তিনটি ট্রাক বন্দরে পৌঁছে। আমদানির খবর ছড়িয়ে পড়তেই হিলি এলাকায় খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩০-৩৫ টাকা কমে যায় দাম। ব্যবসায়ীদের আশা, কাস্টমস প্রক্রিয়া শেষ হলে বাজার আরও স্থিতিশীল হবে।

ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে দাম কমতে থাকায় খুচরা বাজারেও এর প্রভাব দ্রুত পড়ছে। খাতুনগঞ্জে এক দিনে কেজিতে ৩০-৪০ টাকা কমে যাওয়ার পাশাপাশি সরবরাহও বেড়েছে। আগামী সপ্তাহে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ পূর্ণমাত্রায় শুরু হলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

বাংলাধারা/এসআর