তফসিলের আগে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক
প্রকাশিত: ডিসেম্বর ০৯, ২০২৫, ০২:২৪ দুপুর
ছবি: সংগৃহিত
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে প্রথা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেখা করলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের খাসকামরায় দুই শীর্ষ ব্যক্তির মধ্যে এ একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুর ২টার কিছু আগে নির্বাচন কমিশন থেকে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। এবার তিনি একাই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে আসেন, সঙ্গে ছিলেন তার সচিব।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সামনে ঘোষণাযোগ্য তফসিলকে ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এ বৈঠকে স্থান পায়। এর মধ্যে রয়েছে, সীমানা-সংক্রান্ত চলমান মামলাগুলোর অবস্থান, তফসিল ঘোষণার পর সম্ভাব্য রিট আবেদনের কারণে নির্বাচনী কাজ যাতে ব্যাহত না হয় সে বিষয়ে করণীয়, এবং নির্বাচন পরিচালনার সময় মাঠে বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয়গুলো।
তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন ও বিচারবিভাগের এ সমন্বয় বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই পক্ষের দায়িত্ব ও ভূমিকা আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাধারা/এসআর
