ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে বৃহস্পতিবার থেকে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৯:১৬ রাত  

ছবি: সংগৃহিত

সারা দেশজুড়ে বইছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট এই পাঁচটি বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে এই দাবদাহের মাঝেও কিছুটা স্বস্তির আভাস মিলেছে। 

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে, যদিও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাটে, যেখানে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পার্বত্য রাঙ্গামাটিতে, যেখানে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দুপুরের প্রচণ্ড রোদ এড়িয়ে চলা, বাইরে বের হলে ছাতা ব্যবহার করা, পর্যাপ্ত পানি পান এবং হালকা খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন।

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন আপাতত কিছুটা স্বস্তির দিকেই যাচ্ছে বলে আশা করা যায়, তবে আবহাওয়ার হালনাগাদ তথ্য জানার জন্য নিয়মিত খোঁজ রাখা প্রয়োজন।

বাংলাধারা/এসআর