আবারও ভারতীয় হাইকমিশনারকে তলব
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:১৭ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম তাকে ডেকে পাঠান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন এবং পররাষ্ট্রসচিবের দপ্তরে যান। তবে বৈঠকটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, দিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ওই বিষয়েই ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিকভাবে ঢাকা সরকারের অবস্থান জানানো হয়েছে।
এর আগে গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য নিয়ে সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারতের সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
ওই তলবের পর ভারত সরকার এক প্রেস নোটে দাবি করে, ভারতের ভূখণ্ড কখনোই বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে ব্যবহার করা হয়নি। একইসঙ্গে বাংলাদেশে ‘মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে দিল্লি। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ওপর রয়েছে বলেও মন্তব্য করা হয় ওই বিবৃতিতে।
তবে ভারতের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্পষ্ট ভাষায় নির্বাচন ইস্যুতে বাংলাদেশকে ‘নসিহত’ না করার পরামর্শ দেন।
ক্রমাগত এই তলব ও পাল্টা বক্তব্যে ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্কে বাড়তি সংবেদনশীলতা তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাধারা/এসআর
