ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শাহবাগ মোড় অবরোধে নার্সিং শিক্ষার্থীরা, চরম যানজটে রাজধানী

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৪:২১ দুপুর  

ছবি: বাংলাধারা

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমানে উন্নীত করার দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আসার পর শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে মোড়জুড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীদের দাবির মূল সুর- চার বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমা কোর্সকে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রির মর্যাদা দিতে হবে এবং পেশাগত সমমর্যাদা নিশ্চিত করতে হবে।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। বেলা গড়াতেই সেখানে কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত হন। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে, স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

দুপুর দেড়টার দিকে সেখান থেকে মিছিল বের করে শাহবাগের দিকে অগ্রসর হন তারা। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের গতিরোধের চেষ্টা করে। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে পৌঁছে যান এবং তা অবরোধ করে অবস্থান নেন।

ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি, যেন তারা অবরোধ তুলে নেয়।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান চলছিল। আশপাশের এলাকা—কাঁটাবন, বাংলামোটর, রমনা ও টিএসসি সংলগ্ন সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীরা।

অবরোধে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা চার বছর পরেও সমাজে অবজ্ঞার শিকার হই, কারণ আমাদের কোর্সটিকে ডিপ্লোমা হিসেবে বিবেচনা করা হয়। অথচ পাঠ্যক্রম, ক্লিনিক্যাল ট্রেনিং—সবই একটি পূর্ণাঙ্গ ডিগ্রির মতোই। তাই আমরা ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও নার্সিং কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ চায়। তাদের ভাষায়, “আলোচনার মাধ্যমে দাবির সুরাহা না হলে কর্মসূচি আরও কঠোর হবে।”

 

বাংলাধারা/এসআর