ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সাবেক সিইসিকে ঘিরে ‘মব জাস্টিস’, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১২:০৯ দুপুর  

ছবি: সংগৃহিত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটকের সময় যে ‘মব জাস্টিস’ হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ঘটনার পেছনে বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে, তার বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, “গতকাল একটি সংবাদে বলা হয়েছিল সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, যা সঠিক নয়। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার হয়েছেন সাবেক সিইসি কে এম নুরুল হুদা। তবে তাকে আটকের সময় যেভাবে জনতা আইন হাতে তুলে নেয়, সেটি কোনোভাবেই কাম্য নয়।”

স্বরাষ্ট্র উপদেষ্টা দৃঢ়ভাবে বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে, সেটা যত উচ্চপর্যায়েই হোক না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তিনি কৃষি জমি রক্ষায় ‘কৃষি জমি সুরক্ষা আইন’ প্রণয়নের কথা উল্লেখ করেন। বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি রক্ষা এখন সময়ের দাবি। সেই লক্ষ্যেই সরকার আইন করছে।” পাশাপাশি তিনি দেশীয় ফল সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বলেন, “বিদেশি ফলের পাশাপাশি দেশীয় অনেক উপকারী ফল হারিয়ে যাচ্ছে। আমাদের উচিত এই ফলগুলো রক্ষা করা এবং উৎপাদন বাড়ানো।”

পরিদর্শনকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের ইনচার্জ এনামুল হকসহ কৃষি মন্ত্রণালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সেন্টারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কর্মীদের উদ্দেশে নানা দিকনির্দেশনাও প্রদান করেন, যাতে স্থানীয়ভাবে ফলের উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা যায়।


বাংলাধারা/এসআর