ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু সালে মোঃ ফাত্তহ, রাজশাহী : 

 প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০১:৩২ রাত  

 নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। 
রোববার সকাল ১০ টায় প্রশাসন ভবন-১-এর সামনে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুরু হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে সিনেটে ভবনের সামনে শেষ হয়।  সেখানেই হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবসহ প্রশাসনের উর্ধ্বতনরা।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৭১ বছর পরেও
বিশ্ববিদ্যালয়ের সব লক্ষ্য অর্জিত হয়নি। শিক্ষার্থীদের খাবার, আবাসন, গবেষণা, চিকিৎসাসহ নানা খাতে প্রতিবন্ধকতা রয়েছে।  এসব সমাধান করে আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠে উন্নীত করার চেষ্টা চলছে। ২৪ এর বিপ্লবের হাত ধরে সেই অগ্রযাত্রা আরো ত্বরান্বিত হবে বলে আশা করেন আলোচকরা।
১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। 
শহিদ ড. শামসুজ্জোহার স্মৃতিবিজড়িত এই বিদ্যাপীঠের রয়েছে গৌরব-ঐতিহ্যের সুদীর্ঘ ইতিহাস। 
বর্তমানে পরিসর বেড়ে ১২টি অনুষদের আওতায় ৫৮টি বিভাগে চার বছর মেয়াদি স্নাতক এবং এক বছর মেয়াদি স্নাতকোত্তরে প্রায় ৩৮ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য  রয়েছে ৬টি ইন্সটিটিউট। রয়েছেন প্রায় হাজার উপরে শিক্ষক।