মোংলায় ব্যক্তিমালিকানাধীন জমি জবর দখলে রাখার অভিযোগে বিএনপি নেতা মানিক জেলে
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৭:৫৮ বিকাল

বাগেরহাট জেলার মোংলা পৌরসভার কলেজ রোড শেলাবুনিয়া এলাকার মৃত আঃ বারেকের ছেলে মোংলা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মাহাবুবুর রহমান মানিকের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ উঠেছে। জানা য়ায, মোংলা পৌরসভা ০৭ নং ওয়ার্ড এর কলেজ মোড় এলাকার মৃত খন্দকার আফতাব হোসেন এর ছেলে খন্দকার তারিক, খন্দকার তুহিন গংদের রেকর্ডিয় পৈত্রিক সম্পত্তি শেলাবুনিয়া মৌজার ৬৪৮৮ দাগ এর বাড়ির জমি ভাড়া নিয়ে এখন দখল করে বসে আছেন মানিক। অন্য জায়গার সরকারি জমির ডিসি আর নিয়ে তিনি ব্যক্তিমালিকানাধীন রেকর্ডিয় সম্পত্তি দখল করে আছেন। জমির মালিকদের নানাভাবে অপপ্রচার সহ ভয় ভীতি প্রদর্শন, জান মালের হুমকি সহ মিথ্যা মামলায় ফাসানোর অপচেষ্টা করছেন। সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদনকে বৃদ্ধা আগুল দেখিয়ে দাপটের সাথে দখল করে রেখেছেন এই জমি। আরো জানা য়ায, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর ততকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ২০১৭ সাল হতে ডিসিআর সম্পত্তির নামে ব্যক্তিমালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখায় ও সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীকে হুমকির অভিযোগে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। এরপর তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের কাছে ১ মাসের মধ্যে উক্ত জবরদখলকৃত জমির উপর থেকে সমস্ত স্থাপনা সরিয়ে নিবে এই মর্মে অঙ্গিকার করেন। পরবর্তিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর অধীনে দায়েরকৃত মামলায় ৮ জুলাই ২০২৫ বাগেরহাট জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আমলী আদালত ১ এর ১১ নং আদেশে আসামীদের জামিনের আবেদন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরন করেন।