ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

পাত্রী না দেখানোকে কেন্দ্র করে হত্যা, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৯:৩৬ রাত  

ছবি: সংগৃহিত

চাঁদপুরের মতলব উত্তরে হাবিব উল্লাহ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও হত্যায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
রোববার (১৩ জুলাই) বিকেলে চাঁদপুর পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব।

পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান আসামি কামাল মীরাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছে আসামি কামাল। এই আসামি রাজধানীর ডেমরায় একটি কারখানার নৈশপ্রহরীর কাজ করতেন।

পুলিশ সুপার আরোও বলেন, দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে পূর্ব পরিচিত হাবিব উল্লাহ তার কাছ থেকে ১০ হাজার টাকা নেন। গত ১০ জুলাই মেয়ে দেখানোর কথা বলে মতলব উত্তরে কামালকে নিয়ে যান হাবিব। কিন্তু পরবর্তীতে মেয়ে না দেখানোয় দু’জনের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হাবিব উল্লাহকে তলপেটে ও অণ্ডকোষে লাথি মারেন কামাল। এরপর মারা গেছেন ভেবে তাকে পুকুরে ফেলে পালিয়ে যান তিনি। 

গত ১১ জুলাই মতলব উত্তর উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের একটি পুকুর থেকে হাবিব উল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্তের ভিত্তিতে কামলাকে গ্রেপ্তার করে।

বাংলাধারা/এসআর