ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী, বরগুনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৫:২০ বিকাল  

ছবি: সংগৃহিত

বরগুনার আমতলী উপজেলায় স্ত্রী সাজেদা বেগমের (৫৫) মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন স্বামী তৈয়ব হোসেন। রোববার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর দীর্ঘদিনের অমানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই প্রাণ হারিয়েছেন সাজেদা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুলাই) রাতে পাতাকাটা গ্রামে পারিবারিক কলহের এক পর্যায়ে তৈয়ব হোসেন তার স্ত্রীকে মুগুর দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় সাজেদাকে হাসপাতালে নেওয়া হলেও, পথেই তার মৃত্যু হয়। পরে রাতেই তাকে অচেতন অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যান তৈয়ব।

নিহতের মেয়ে হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা সাজেদাকে মৃত ঘোষণা করেন এবং ঘটনাটি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেওয়ান জগলুল হাসান বলেন, “আমরা খবর পাওয়ার পরই হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, “এ ঘটনায় ঘাতক স্বামী তৈয়ব হোসেনের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তৈয়ব ও সাজেদার দাম্পত্য জীবনে কলহ চলছিল। প্রায় সময়ই স্ত্রীকে অমানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন তৈয়ব। ঘটনার দিনও মারধরের আওয়াজ শুনেছেন আশপাশের বাসিন্দারা।

সাজেদার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাতক স্বামীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাধারা/এসআর