ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

মা হলেন সেই আলোকবর্তিকা, যিনি অন্ধকারে পথ দেখান: রকিবুল ইসলাম বকুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৩:২২ দুপুর  

ছবি: বাংলাধারা

মা হলো সন্তানকে সৎ পথে রাখার প্রথম শিক্ষক ও জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। বর্তমান প্রজন্মকে নৈতিক, শিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে মায়ের ভূমিকা অনন্য। একজন মা যেমন পরিবারকে ধরে রাখেন, তেমনি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মকেও সঠিক পথে পরিচালিত করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত মা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

তিনি আরও বলেন, মা দিবস শুধুই আনুষ্ঠানিকতা নয়- এটি মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ প্রকাশের দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি মায়েদের প্রতি সম্মান জানিয়ে বলেন, সন্তানের পড়াশোনা, শৃঙ্খলা, আচার-আচরণ- সবকিছুতেই মায়ের প্রভাব সবচেয়ে বেশি। তাই সমাজে মায়ের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রতিটি সফল শিক্ষার্থীর পেছনে একজন পরিশ্রমী মা রয়েছেন। বিদ্যালয়ের উন্নয়নের পাশাপাশি অভিভাবকদের সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে চাই।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে অতিথিদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

বাংলাধারা/এসআর