বাংলাদেশ কমার্স ব্যাংক ও বিকাশের রেমিট্যান্স সেবা চুক্তি স্বাক্ষর
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১০:১৩ দুপুর

ছবি: সংগৃহিত
মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের মধ্যে রেমিট্যান্স সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে প্রবাসীদের পাঠানো অর্থ আরও সহজে ও দ্রুত প্রাপকের কাছে পৌঁছাবে।
গতকাল বুধবার (১৭ জুলাই) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন এবং বিকাশের পক্ষে আলি আহাম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। এছাড়া পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম, বিকাশের রেমিট্যান্স ও ফিন্যান্সিয়াল সার্ভিস বিভাগের প্রধান মোহাম্মদ জাহিদুল আহসান-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায়, বাংলাদেশ কমার্স ব্যাংক এখন নিজস্ব গ্রাহকদের পাশাপাশি বিকাশ এবং অন্যান্য ব্যাংকের গ্রাহকদেরও সরাসরি রেমিট্যান্স সেবা প্রদান করতে পারবে। এই চুক্তির ফলে রেমিট্যান্স গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা গ্রাহকসেবার মান উন্নয়ন এবং একটি টেকসই ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এই উদ্যোগ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স প্রবাহকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
বাংলাধারা/এসআর