ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:৩০ রাত  

ছবি: সংগৃহিত

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাজারে আরোপিত বাড়তি শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করতে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধিদল। দুই দিনের এই সফর শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সফরকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক কমানো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউএসটিআরের (ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) সঙ্গে আলোচনার ভিত্তিতে ইতোমধ্যে একটি খসড়া বাণিজ্য চুক্তি প্রস্তুত করা হয়েছে। আলোচনায় দুই পক্ষ একমত হলে প্রয়োজনীয় সংশোধন শেষে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পথ তৈরি হবে।

এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ওপর আরোপিত রেসিপ্রোকাল ডিউটি ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে আনার বিষয়ে নেগোশিয়েশন চলছে।

বাংলাধারা/এসআর