ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা ও বিভাগীয় বদলির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৭:৩৯ বিকাল  

ছবি: সংগৃহিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য আন্তঃউপজেলা, জেলা ও বিভাগে বদলির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।  

রোববার (২০ জুলাই) থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ২৯ জুলাই পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদারের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, স্বামী-স্ত্রী, পৈতৃক বা স্থায়ী ঠিকানাভিত্তিক বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষকেরা। শূন্য পদ বিবেচনায় রেখে এই কার্যক্রম পরিচালিত হবে।

আবেদনের পর স্বয়ংক্রিয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ার মাধ্যমে আগস্ট মাসের শেষ সপ্তাহে বদলির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বদলির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্তও উল্লেখ করা হয়েছে:

* আবেদনকারী শিক্ষক সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রমে উল্লেখ করতে পারবেন। একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয়ও নির্বাচন করা যাবে।

* একবার বদলির আদেশ হলে তা বাতিলের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

* যাচাইকারী কর্মকর্তা 'সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩'-এর বিধান অনুযায়ী আবেদন ও সংযুক্ত কাগজপত্র খতিয়ে দেখে অগ্রায়ন করবেন। একবার যাচাই শেষে তা পুনর্বিবেচনার সুযোগ থাকবে না।

* সিটি করপোরেশন এলাকার বিদ্যালয়গুলো এই বদলি কার্যক্রমের আওতার বাইরে থাকবে।

এই অনলাইন প্রক্রিয়ায় বদলি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্য নিয়েছে মন্ত্রণালয়। সময়মতো আবেদন নিশ্চিত করতে আগ্রহী শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাধারা/এসআর