জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১২:২১ দুপুর

ছবি: সংগৃহিত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হৃদয়বিদারক ট্র্যাজেডি ঘটেছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে এফটি-৭ বিজিআই মডেলের বিমানটি বিদ্যালয় ভবনে আছড়ে পড়ার পর মুহূর্তেই দাউ দাউ করে আগুন ধরে যায়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। নিহত অন্য দুজন হলেন বিমানটির পাইলট এবং মাইলস্টোন স্কুলের একজন শিক্ষিকা।
এ ধরনের মর্মন্তুদ দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার (২২ জুলাই) দিনটি জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে।
শোকের এই প্রেক্ষাপটে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও শিক্ষার্থীদের জানমালের ক্ষতির কারণে শোক দিবস পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের (২২ জুলাই) অধীনস্থ সব পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাগুলো নির্ধারিত তারিখ ও সময়েই অনুষ্ঠিত হবে।
এদিকে, একই দুর্ঘটনার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর মালিকানাধীন, যা নিয়মিত প্রশিক্ষণ মিশনে নিয়োজিত ছিল। উত্তরার ঘনবসতিপূর্ণ এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটায় নিহত ও আহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় উদ্ধার অভিযান চালানো হয় এবং গুরুতর আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও দৃষ্টি আকর্ষণ করেছে। ভারত, পাকিস্তান, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন রাষ্ট্র এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
দেশজুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজে শোকের আবহ বিরাজ করছে। বাতাস ভারী হয়ে উঠেছে শিশুদের না ফেরা কান্নায়। রাষ্ট্রীয়ভাবে এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সর্বোচ্চ সহানুভূতির আশ্বাস দেওয়া হয়েছে।
বাংলাধারা/এসআর