ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

‘মাইনাস ওয়ান ফর্মুলা’:

পাকিস্তানের রাজনীতিতে ফের আলোচনায় ইমরান খানকে বাদ দেওয়ার চক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৪:১৫ দুপুর  

ছবি: সংগৃহিত

পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড় ফেলেছে বহুল আলোচিত ‘মাইনাস ওয়ান ফর্মুলা’। এবার সরাসরি ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির নেতাদের দাবি, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র; যার লক্ষ্য হলো ইমরান খানকে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়া। তাদের মতে, ইমরান এখন শুধু একজন রাজনীতিক নন- তিনি পুরো জাতির আশা-ভরসার নাম।

পিটিআইর শীর্ষস্থানীয় নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের দাবি, ইমরান খানকে উপেক্ষা করেই চলছে বাজেট প্রণয়ন। তার ভাষায়, “ইমরান খানকে বাদ দিয়ে গভর্নর শাসনের পরিকল্পনা হচ্ছে। তার মতামত না নিয়েই বাজেট পাস হচ্ছে- যা প্রমাণ করে সরকার তাকে পাশ কাটানোর ষড়যন্ত্রে লিপ্ত।”

এদিকে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেত্রী আজমা বুখারি দাবি করেছেন, ইমরান খানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাইরে নয়, হচ্ছে তার দলের মধ্যেই। তিনি বলেন, “ইমরানের নিজের বোন আলীমা খানই মুখ্যমন্ত্রী গান্দাপুরের বিরুদ্ধে চক্রান্ত করছেন। পিটিআই এখন একাধিক ভাগে বিভক্ত।”

আজমা আরও বলেন, খাইবার পাখতুনখোয়া গত এক যুগ ধরে দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের হাতে রয়েছে। অথচ পাঞ্জাবে আমরা সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করেছি।

পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আক্রম কড়া জবাব দিয়ে বলেন, “পুরো সরকার এখন ইমরান খানকে বাদ দেওয়ার চিন্তায় বিভোর। তারা ভুলে যাচ্ছে, ইমরান খানকে জনগণ বাদ দিতে রাজি নয়।” তিনি যোগ করেন, “গত তিন বছরে পিটিআইকে ভাঙার যত চেষ্টা হয়েছে, সব ব্যর্থ হয়েছে। যারা এসব চক্রান্ত করছে, একদিন জনগণের আদালতেই তাদের জবাবদিহি করতে হবে।”

তিনি আরও বলেন, “ইমরান খান শুধু একটি দলের নেতা নন, তিনি পাকিস্তানের শেষ ভরসা। যেভাবে জনগণ তাকে সমর্থন করছে, তাতে বোঝা যায় তিনি মাইনাস নয়, বরং প্লাস পয়েন্টে আছেন।”

আলী আমিন গান্দাপুরের কণ্ঠেও ছিল দৃঢ় আত্মবিশ্বাস। তিনি বলেন, “ইমরান খানই হচ্ছেন পিটিআই। যদি তিনি চান, এই সরকার এক মিনিটেই পড়ে যাবে।” তিনি বাজেট প্রসঙ্গে বলেন, “ইমরানের অনুমোদন ছাড়াই বাজেট করা হচ্ছে। তবে প্রয়োজন হলে তা সংশোধন করে নেওয়া যাবে।”

পিটিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটি গোপন ষড়যন্ত্রের মাধ্যমে খাইবার পাখতুনখোয়া সরকারের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে। তারা আশঙ্কা করছে, এর অংশ হিসেবে সরকার ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ ঘোষণার পাঁয়তারা করছে, যার মাধ্যমে গভর্নর শাসন জারি করে প্রাদেশিক সরকারকে নিষ্ক্রিয় করা হবে।

পিটিআই মুখপাত্র ওয়াকাস আক্রম পাঞ্জাব সরকারের বিরুদ্ধেও কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “যারা জনগণের ম্যান্ডেট চুরি করে ক্ষমতায় এসেছে, তারা এক ট্রিলিয়ন রুপির দুর্নীতির দায়ে জর্জরিত। তাদের মুখে স্বচ্ছতার বুলি মানায় না।”

ওয়াকাস আক্রমের মতে, ইমরান খান আজ পাকিস্তানের জনগণের একমাত্র আশা। তাকে বাদ দিয়ে পাকিস্তানের রাজনীতি কল্পনা করা যায় না। তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন


বাংলাধারা/এসআর