ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

আর্জেন্টিনার শিল্প এলাকায় পর পর বিস্ফোরণ, ভয়াবহ আগুনে আহত অন্তত ২২

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:০৪ দুপুর  

ছবি: সংগৃহিত

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস অ্যাইরেসের দক্ষিণে অবস্থিত শিল্প এলাকায় শুক্রবার রাতের দিকে পরপর বিস্ফোরণ ও ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এতে অন্তত ২২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এজেইজা এলাকার মেয়র গাস্তন গ্রানাদোস জানিয়েছেন, “বিভিন্ন কারখানায় বিস্ফোরণ ও আগুনের তীব্রতা খুব বড়। তবে এর সঠিক কারণ এখনও জানা যায়নি।” টেলিভিশন ফুটেজে দেখা গেছে, শিল্প এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়ে যাচ্ছে।

দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি। এজেইজা হাসপাতালের পরিচালক কার্লোস সান্তোরো জানিয়েছেন, হাসপাতালে অন্তত ২২ জন আহতকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে পাঁচটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শিল্প এলাকায় টায়ার, রাসায়নিক দ্রব্যসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়।

বুয়েনস অ্যাইরেস প্রদেশের সিভিল ডিফেন্স পরিচালক ফাবিয়ান গার্সিয়া আগুনের পরিস্থিতি নিয়ে জানিয়েছেন, “এটি একটি ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন দীর্ঘ সময় ধরে জ্বলবে এবং নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।”

পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে, এবং উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে তৎপরতা অব্যাহত আছে।

বাংলাধারা/এসআর