ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

৬৯ রানে ৫ ইউকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ০৩:০৫ দুপুর  

ছবি সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম‍্যাচে নেদারল‍্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ।

নেদারল্যান্ডস ২২৯/১০ (৫০)
বাংলাদেশ ৬৭/৫ (১৬.৫) 

অফ স্টাম্পের একটু বাইরের বাড়তি বাউন্স করা বল অনায়াসে ছেড়ে দিতে পারতেন সাকিব আল হাসান। সেটা না করে বাংলাদেশ অধিনায়ক মেরে বসলেন খোঁচা। এর মাশুল দিলেন নিজের উইকেট বিলিয়ে।

উইকেটের মাঝখানে একটু সবুজ ঘাস আছে। সেখানে পড়ল বল একটু বাড়তি বাউন্স করে। ডাচ পেসাররা বেশিরভাগ বল ওই জায়গাতেই রাখার চেষ্টা করছেন। এতে সাফল‍্যও আসছে, তানজিদ হাসানের পর সাকিবও ফিরলেন বাড়তি লাফানো বলে।

হয়তো কাট করার কথা ভেবেছিলেন সাকিব। কিন্তু শরীর থেকে খুব বেশি দূরে না থাকায় কাট করতে পারেননি। আবার শট খেলা একটু মন্থরও ছিলেন বাঁহাতি ব‍্যাটসম‍্যান। অনায়াসে ক‍্যাচ নেন উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডস।

১৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৬৯। ক্রিজে রিয়াদের সঙ্গী মুশফিকুর রহিম।