আফতাবনগরে কুরবানির হাট নয়: হাইকোর্টের স্থগিতাদেশ
প্রকাশিত: মে ০৪, ২০২৫, ০২:৫৮ দুপুর

ফাইল ছবি
আসন্ন কুরবানি ঈদে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় গরুর হাট বসানো যাবে না। হাইকোর্ট এ সংক্রান্ত ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন। ফলে এই এলাকায় কোরবানির পশুর হাট বসানোর আর কোনো সুযোগ থাকছে না।
রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ।
তিনি বলেন, “হাইকোর্টে এ বিষয়ে একটি রুল আগে থেকেই বিচারাধীন। তবুও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত ২১ এপ্রিল আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। যা বেআইনি ও আদালত অবমাননার শামিল।”
এই প্রেক্ষাপটে গত ২৫ এপ্রিল অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টে একটি রিট আবেদন করেন, যেখানে বিজ্ঞপ্তিটি চ্যালেঞ্জ করা হয়। আজ সেই রিটের শুনানিতে আদালত ইজারা কার্যক্রম স্থগিতের আদেশ দেন।
এর আগেও হাইকোর্ট রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো নিষিদ্ধ করেন, যেটি আবাসিক এলাকাবাসীর স্বস্তি এনে দেয়।
আবাসিক এলাকাগুলোতে গরুর হাট বসানোর ফলে এলাকাবাসীকে যাতায়াত, স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত নানাবিধ সমস্যার মুখে পড়তে হয়- এই যুক্তিতেই বারবার উচ্চ আদালতের হস্তক্ষেপ দেখা যাচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, আদালতের এ ধরনের আদেশ নগর পরিকল্পনা ও নাগরিক স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করছে।
বাংলাধারা/এসআর