বেগম জিয়াকে দেশে মাটিতে স্বাগত জানালেন সারজিস আলম
প্রকাশিত: মে ০৬, ২০২৫, ০৪:৪৬ দুপুর

ফাইল ছবি
চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকায় পৌঁছান। এরপর সকাল ১১টা ১০ মিনিটে বিমানবন্দর ছাড়েন এবং দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানে নিজ বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান তিনি।
বেগম জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে একধরনের আবেগ এবং আশার সঞ্চার হয়েছে। এদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করি, জুলাইয়ের অভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে- সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে তিনি এবং বিএনপি আপোসহীনভাবে দেশের গণতন্ত্র রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবেন। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
উল্লেখ্য, অসুস্থ অবস্থায় বিশেষায়িত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে যান বেগম খালেদা জিয়া। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেও শারীরিকভাবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন বলে বিএনপি সূত্রে জানা গেছে। দলটির নেতারা জানিয়েছেন, তিনি ফিরে এলেও আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না।
বাংলাধারা/এসআর