আ.লীগ নিষিদ্ধে বাধাদানকারীদের চিহ্নিত করার আহ্বান হাসনাত আবদুল্লাহর
প্রকাশিত: মে ০৮, ২০২৫, ১০:১৪ রাত

ফাইল ছবি
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি যাঁরা তুলছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে যারা ভাবছেন না, বরং উল্টো তাঁদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন- তাঁদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মাহফুজ, আসিফ, নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চান। কিন্তু সে ক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তাদের চিহ্নিত করুন।”
হাসনাতের মতে, বিচারপ্রক্রিয়ার প্রশ্নে যারা মাহফুজ আলমের ওপর ক্ষোভ প্রকাশ করছেন, তাঁরা হয় অন্য কারও খেলায় ব্যবহৃত হচ্ছেন, নতুবা তাঁদের কোনো গোপন উদ্দেশ্য রয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মূল সমস্যা চিহ্নিত না করে, সে বিষয়ে কথা না বলে যারা ব্যক্তিগত ক্ষোভ, ঈর্ষা বা গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্য মাহফুজদের টার্গেট করছেন, আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে তার দায় আপনাদেরও নিতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আওয়ামী লীগের দুঃশাসনের বিচার চাইছে এই প্রজন্ম। কিন্তু সেই প্রক্রিয়ায় কাদের স্বার্থে ভাঙন ধরছে, কারা বাধা দিচ্ছে-এখন সেটাই বড় প্রশ্ন।”
হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর পোস্টকে যুগোপযোগী এবং স্পষ্টভাষী হিসেবে আখ্যায়িত করছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণার দাবিতে ছাত্র-যুব সমাজের বিভিন্ন অংশ সোচ্চার হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই এসেছে হাসনাত আবদুল্লাহর মন্তব্য, যা মূলধারার রাজনৈতিক আলোচনাকেও নতুন মাত্রা দিয়েছে।
বাংলাধারা/এসআর