ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নতুন পোপ লিও: আমেরিকান রবার্ট প্রিভোস্ট ভ্যাটিকানের শীর্ষ আসনে

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: মে ০৯, ২০২৫, ১২:৩১ রাত  

ছবি: সংগৃহিত

রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকান কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট। প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে তিনি দায়িত্ব নিচ্ছেন এবং পোপ হিসেবে তার আনুষ্ঠানিক নাম হবে পোপ লিও। বৃহস্পতিবার রোমের ভ্যাটিকান সিটিতে গির্জার ঐতিহ্যবাহী প্রক্রিয়ায় তাকে নির্বাচিত করেন কার্ডিনালরা। খবর রয়টার্সের।

সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া উঠতেই বিশ্বজুড়ে রোমান ক্যাথলিকদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের বার্তা-নতুন পোপ পাওয়া গেছে। বহু বছরের ঐতিহ্য ধরে রাখা এই প্রতীকী সাদা ধোঁয়া জানান দেয়, গোপন ব্যালটভোটে কার্ডিনালরা নতুন ধর্মগুরু নির্বাচন করতে পেরেছেন।

প্রার্থনার মধ্য দিয়ে শুরু হওয়া এই নির্বাচনপ্রক্রিয়া শুরু হয় গত বুধবার, সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। ওই দিন বিকেলে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ভোটে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, কারণ চিমনি দিয়ে উঠে আসে কালো ধোঁয়া—যার অর্থ, তখনো কেউ নির্বাচিত হননি। বৃহস্পতিবার সকালে দুই দফা ভোটের ফলও একই ছিল। তবে দিনের শেষভাগে এসে, অবশেষে তৃতীয় দফার ভোটে সিদ্ধান্তে পৌঁছান কার্ডিনালরা।

৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল এবারের কনক্লেভে অংশ নেন। তবে রীতি অনুযায়ী, শুধুমাত্র ৮০ বছরের নিচে বয়স এমন কার্ডিনালরাই ভোট দেওয়ার সুযোগ পান। নির্বাচনী প্রক্রিয়া চলাকালে সকল অংশগ্রহণকারীকে কঠোর গোপনীয়তা রক্ষা করতে হয়, যার মধ্যে বাইরে যোগাযোগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

রবার্ট প্রিভোস্ট হচ্ছেন রোমান ক্যাথলিক গির্জার ২৬৭তম পোপ। আগের দুই পোপ-ফ্রান্সিস ও বেনেডিক্ট ষোড়শ-দুজনই নির্বাচিত হয়েছিলেন কনক্লেভের দ্বিতীয় দিনে, যেমনটি ঘটেছে এবারও। তবে ১৯৭৮ সালে পোপ জন পল দ্বিতীয় নির্বাচিত হতে সময় লেগেছিল তিন দিন, যিনি পরে আধুনিক কালের সবচেয়ে দীর্ঘমেয়াদি পোপ হন।

রবার্ট প্রিভোস্ট যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী থিওলজিয়ান হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ধর্মতত্ত্ব, মানবাধিকার ও আধুনিক সমাজে গির্জার ভূমিকা নিয়ে কাজ করে আসছেন। তার নেতৃত্বে রোমান ক্যাথলিক গির্জা আরও সমন্বিত, মানবিক ও সংস্কারমুখী হয়ে উঠবে বলে আশা করছেন বিশ্লেষকেরা।

পোপ ফ্রান্সিসের সময় গির্জার যেসব সংস্কারমূলক উদ্যোগ শুরু হয়েছিল, পোপ লিও সেগুলো চালিয়ে নেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে যুক্ত করার কাজে মনোযোগী হবেন বলে Vatican ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।

বিশ্বের ১৩০ কোটির বেশি রোমান ক্যাথলিক অনুসারীর দৃষ্টিতে এখন তিনি। সময় বলবে- এই আমেরিকান পোপ কীভাবে এগিয়ে নেবেন ধর্মীয় নেতৃত্বের এই জটিল ও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

 

বাংলাধারা/এসআর