হত্যা মামলায় কারাগারে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
প্রকাশিত: মে ০৯, ২০২৫, ১২:১৭ দুপুর

ছবি: প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে। শুক্রবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সকালে আইভীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে।
এর আগে শুক্রবার ভোররাতে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ভোর ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পরও তিনি তাৎক্ষণিকভাবে বাড়ি ছাড়েননি। দিনের আলো ফোটার অপেক্ষা করে তিনি সকাল সাড়ে ৫টার দিকে পুলিশের গাড়িতে থানার উদ্দেশে রওনা দেন।
গ্রেপ্তারের খবরে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাত ১১টার দিকে পুলিশের একটি দল চুনকা কুটিরে প্রবেশ করলে আশপাশের এলাকাবাসী ও আইভীর সমর্থকরা রাস্তায় নেমে আসেন। তারা বাড়ির চারপাশের রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে অবরোধ করে রাখেন। একই সময়ে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে মানুষজনকে চুনকা কুটিরের দিকে যাওয়ার আহ্বান জানানো হয়।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দীর্ঘদিনের জনপ্রিয় ও আলোচিত এই নেত্রীর গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের ভেতরে বিভাজনের বিষয়টিও নতুন করে সামনে এসেছে।
প্রসঙ্গত, মিনারুল হত্যা মামলা সম্প্রতি নতুন করে আলোচনায় আসে। তদন্তের অংশ হিসেবে আইভীর সম্পৃক্ততা সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তবে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে তার অনুসারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বাংলাধারা/এসআর