ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের ডিজিটাল কার্যক্রম বন্ধে বিটিআরসিকে নির্দেশ দেওয়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ১১, ২০২৫, ০২:১৩ দুপুর  

ছবি: সংগৃহিত

দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কার্যক্রম বন্ধে উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী একটি পরিপত্রের অপেক্ষায় আছি। সেটি জারি হলেই বিটিআরসির মাধ্যমে মেটাসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।"

বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠানো হলে দ্রুত কার্যকর হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

বর্তমানে আওয়ামী লীগের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে, যার নাম ‘বাংলাদেশ আওয়ামী লীগ’। প্রায় ৪০ লাখ অনুসারী নিয়ে পেজটি সামাজিক মাধ্যমে দলের গুরুত্বপূর্ণ তথ্য ও অবস্থান তুলে ধরার মাধ্যম হিসেবে পরিচিত।

তবে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই দলটির ফেসবুক পেজ থেকে এর প্রতিবাদে একটি পোস্ট দেওয়া হয়। পরে একটি আনুষ্ঠানিক বিবৃতিও পেজে প্রকাশ করা হয়। পাশাপাশি, পেজে নিয়মিত নতুন পোস্ট দেওয়া অব্যাহত থাকে।

সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এই ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের সিদ্ধান্ত দেশে রাজনৈতিক দলের ডিজিটাল উপস্থিতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।


বাংলাধারা/এসআর