আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, সব রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৯:৫১ রাত

ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দলের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
সোমবার সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে দলটির নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ এবং ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি আন্তঃকমিশনীয় সিদ্ধান্ত।”
এর আগে সোমবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সরকার ইতোমধ্যেই একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে।
তিনি বলেন, “সরকার অধ্যাদেশ অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন এ সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সংকট ও সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখন পুরোপুরি কার্যকর হলে দলটির আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
উল্লেখ্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এটি প্রথম কোনো বড় দলকে কেন্দ্র করে এমন সিদ্ধান্তের নজির।
বাংলাধারা/এসআর