এনবিআর বিলুপ্তির প্রতিবাদে তিন দিনের কলমবিরতির ঘোষণা
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৬:১৩ বিকাল

ছবি: সংগৃহিত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তিন দিনের কলমবিরতির ঘোষণা দিয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির আহ্বান জানায় 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'।
বক্তারা বলেন, এনবিআরের দীর্ঘদিনের কাঠামো হঠাৎ ভেঙে ফেলা হলে রাজস্ব ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি হবে। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্টদের সঙ্গে কোনো আলোচনার ধার না ধরে, রাতের আঁধারে এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
এর আগে সোমবার মধ্যরাতে একটি অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে 'রাজস্ব নীতি' ও 'রাজস্ব ব্যবস্থাপনা' নামে দুটি পৃথক বিভাগ গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদে অনুমোদনের প্রায় এক মাস পর এই অধ্যাদেশটি জারি করা হলো।
এ বিষয়ে এনবিআরের আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনগুলোও শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন। তারা বলছেন, এমন গঠনমূলক পরিবর্তনের আগে পর্যালোচনা ও পর্যাপ্ত আলোচনার প্রয়োজন ছিল। সমিতির নেতারা দাবি করেছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাজস্ব আহরণে স্থবিরতা তৈরি হবে এবং দক্ষ জনবল ছড়িয়ে পড়বে বিভিন্ন বিভাগে, যার ফলে রাজস্ব খাতে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।
মানববন্ধনে বক্তারা দ্রুত এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল করে আগের কাঠামো বহাল রাখার আহ্বান জানান। অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারিও দেন তারা।
বাংলাধারা/এসআর