প্রধান উপদেষ্টার আলোচনার ডাক আবারও, বিএনপির মন্তব্য: ‘আনুষ্ঠানিকতা আছে, কিন্তু কাজের অগ্রগতি নেই’
প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৭:১৪ বিকাল

ছবি: বাংলাধারা
আগামী ২ জুন বিএনপিকে আবারও আলোচনায় ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে এই আলোচনাকে ঘিরে হতাশা প্রকাশ করেছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আলোচনার আয়োজন আর আনুষ্ঠানিকতার কমতি নেই, কিন্তু বাস্তব অগ্রগতি- তা নেই বললেই চলে।”
শনিবার (৩১ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “২ জুন দ্বিতীয় দফার আলোচনার ‘শুভ উদ্বোধন’ হবে। প্রথম পর্বের আলোচনা তো আগে একবার উদ্বোধন করা হয়েছে। আবার নতুন করে উদ্বোধনের কী দরকার? আলোচনার নামে শুধু আনুষ্ঠানিকতার পুনরাবৃত্তি চলছে। হয়তো তৃতীয় পর্বেও আরেকটি ‘উদ্বোধন’ হবে! এভাবে কি দেশ চলবে?”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। দেশের মানুষ সেটাই চায়। নির্বাচন পেছানোর কোনো যৌক্তিক কারণ নেই। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু তার আড়ালে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মোটেও গ্রহণযোগ্য নয়।”
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আমাদের মূল এজেন্ডা হলো রাষ্ট্রীয় সংস্কার। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, যারা গণতন্ত্র হরণ করেছে, যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত- তাদের বিচারের মুখোমুখি করা। কিন্তু এখন দেখা যাচ্ছে, নির্বাচনের প্রতিশ্রুতি থেকে সরে আসা হচ্ছে। আমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল-ডিসেম্বরের মধ্যে নির্বাচন -তা থেকে সরে গিয়ে এখন জুনের কথা বলা হচ্ছে। কেন? এর কোনো গ্রহণযোগ্য যুক্তি দেওয়া হয়নি।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “ডিসেম্বর থেকে জুনে যাওয়ার পেছনে কোনো জাতীয় স্বার্থ নেই, কেবল একটি গোপন পরিকল্পনা লুকিয়ে আছে বলেই আমরা আশঙ্কা করি। প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টা কি কোনো ‘আছরের’ শিকার হয়েছেন? নাকি কাউকে খুশি করতেই এই সময়ক্ষেপণ?”
আলোচনার নাম করে সময়ক্ষেপণ না করে সুনির্দিষ্ট রূপরেখা ও কর্মসূচির মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাধারা/এসআর