ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ঈদে নেই কোনো নিরাপত্তা ঝুঁকি: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুন ০৬, ২০২৫, ০১:৪৪ দুপুর  

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, ঈদুল আজহার প্রধান জামাত এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও আশপাশের এলাকাজুড়ে আধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঈদগাহে প্রবেশের সময় কোনো ব্যক্তির সঙ্গে ছুরি বা ধারালো বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি বলেন, “ঈদকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে দিনে-রাতে ৫০০ পেট্রোল টিম টহলে নিয়োজিত রয়েছে।”

এদিকে ঈদ জামাত ঘিরে প্রস্তুতির বিষয়েও আলোচনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া এক সংবাদ ব্রিফিংয়ে জানান, পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী শনিবার (৭ মে) সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

? প্রথম জামাত সকাল ৭টা

? দ্বিতীয় জামাত সকাল ৮টা

? তৃতীয় জামাত সকাল ৯টা

? চতুর্থ জামাত সকাল ১০টা

পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

সব প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন হওয়ায় রাজধানীবাসী নির্ভার মনে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বাংলাধারা/এসআর