৫ আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার: উপদেষ্টা ফারুকী
প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৫:২২ বিকাল

ছবি: সংগৃহিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিকে জাতীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করতে ৫ আগস্টকে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে সরকারি ছুটি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এটি শুধুই একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।”
তিনি আরও জানান, ৫ আগস্টকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে মূল আয়োজন চলবে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। “এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে- গত জুলাই মাসে দেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যের আবেগ ও চেতনা আবার জাগিয়ে তোলা,” বলেন ফারুকী।
তিনি জানান, পুরো জুলাইজুড়ে নানা সাংস্কৃতিক ও নাগরিক কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী এক ধরনের উদ্দীপনা তৈরি করা হবে। “এই অনুষ্ঠানমালা আমাদের গণতন্ত্র, ন্যায়ের দাবি ও নতুন স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে,”-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফারুকী জানান, জুলাই মাসজুড়ে কী কী কর্মসূচি থাকবে, তা আগামী সোমবার (২৩ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জুলাই-আগস্টে দেশব্যাপী সংঘটিত গণআন্দোলনের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক মোড় নেয় দেশের রাজনৈতিক পরিস্থিতি। ওই সময় লাখ লাখ মানুষ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন, যা পরবর্তীতে বড় রাজনৈতিক পরিবর্তনের পথ খুলে দেয়।
বাংলাধারা/এসআর