ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সাবেক সিইসি নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০১:৪৮ দুপুর  

ফাইল ছবি

প্রহসনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন করা হয়েছে।

সোমবার (২৩ জুন) শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। বিষয়টি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুর ২টার পর শুনানি অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা নুরুল হুদাকে আটক করে পুলিশকে সোপর্দ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত অবস্থায় তিনি জনতার হাতে আটক হয়ে জুতার মালা পরানো হচ্ছেন।

এর আগে রোববার সকালেই বিএনপি শেরেবাংলা নগর থানায় নির্বাচনকে প্রহসনের অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার- কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল- সহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলাটি করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


বাংলাধারা/এসআর