মধ্যপ্রাচ্যে উত্তেজনা: অনির্দিষ্টকালের জন্য কাতারের আকাশপথ বন্ধ
প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১১:০১ রাত

ছবি: সংগৃহিত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতার। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় এ সংক্রান্ত ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ।
কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল অ্যাভিয়েশন) থেকে জারি করা এক বিশেষ সার্কুলারে আকাশপথ বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কতদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
এই সিদ্ধান্তের ফলে কাতার হয়ে বিভিন্ন আন্তর্জাতিক রুটে যাতায়াতকারী ফ্লাইটগুলো ব্যাপকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে কাতারের রাজধানী দোহা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজ। আকাশপথ বন্ধ থাকায় এসব ফ্লাইটের সময়সূচি ও কার্যক্রমে পরিবর্তন আসতে পারে।
যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট বিমানসংস্থাগুলোকে বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, এবং যাত্রীদের ফ্লাইট সম্পর্কিত সর্বশেষ তথ্য জানতে বিমানসংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাতারের আকাশপথে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাধারা/এসআর