৪৩ দিন পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক, সহযোগিতার আশ্বাস ‘ঢাকাবাসী’ পক্ষের
প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৩:২১ দুপুর

ছবি: সংগৃহিত
৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে ফিরেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে তিনি নগর ভবনে প্রবেশ করেন।
নগর ভবনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক শাহজাহান মিয়া বলেন, “আমরা পেছনে ফিরে তাকাতে চাই না, এখন আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করব। এর মধ্যে বাজেট প্রণয়নই প্রধান কাজ।”
তিনি জানান, আজ থেকেই ডিএসসিসির সব বিভাগের কার্যক্রম আবার চালু হচ্ছে। এ সময় তিনি প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্বে ফিরে আসার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে অনেক প্রকৌশল বিভাগের কর্মকর্তাকেও নগর ভবনে উপস্থিত হতে দেখা যায়।
প্রশাসকের নগর ভবনে ফেরাকে কেন্দ্র করে সেখানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একটি অংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবু। তারা ফুল দিয়ে প্রশাসককে স্বাগত জানান এবং করপোরেশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরিফ চৌধুরী বলেন, “বিএনপি নেতা ইশরাক হোসেন নির্দেশনা দিয়েছেন—ঢাকাবাসীর স্বার্থে প্রশাসক ও প্রকৌশল বিভাগের কার্যক্রম যাতে নির্বিঘ্নে চলতে পারে, সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে।”
উল্লেখ্য, গত ১৪ মে থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনে অবস্থান নেয় তার সমর্থকরা। আন্দোলনের প্রথম দিন থেকেই প্রশাসক শাহজাহান মিয়া নগর ভবনে প্রবেশ করতে পারেননি।
তবে গেল রোববার আন্দোলনকারী পক্ষের নেতারা আন্দোলন কিছুটা শিথিল করার ঘোষণা দেন। সেদিন তারা নগরবাসীর দুর্ভোগ লাঘবে দৈনন্দিন সেবা কার্যক্রমে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন, যদিও তখনো প্রশাসক ও প্রকৌশল বিভাগের কার্যক্রম বন্ধ রাখার অবস্থানে ছিলেন তারা।
দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর প্রশাসকের প্রত্যাবর্তন ও আন্দোলনকারীদের সহযোগিতার বার্তা নগর ভবনে নতুন গতি আনবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাধারা/এসআর